Welcome to Dhaka PTI web portal

Wellcome to National Portal
Main Comtent Skiped

Communication Address
ঢাকা পিটিআই এর অফিশিয়াল নাম হচ্ছে: 
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), ঢাকা ।
ঠিকানা: হাউজ নং ৩৯/৩, ব্লক: সি, রোড নং: ৬, মিরপুর-১৩ । 
ঢাকা পিটিআই এর অবস্থান:  শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঢাকা পিটিআই একই ক্যাম্পাসে অবস্থিত । 
মিরপুর-১০ নং গোলচক্কর থেকে কচুক্ষেতের দিকে বিআরটিএ থেকে এগিয়ে , বাংলাদেশ কৃষি ব্যাংক কমপ্লেক্স ভবন ও পুলিশ কনভেনশন হল  এর গলি দিয়ে উত্তর দিকে এগিয়ে আসতে হবে । পুলিশ কনভেনশন সেন্টার  অতিক্রম হওয়ার পর কেন্দ্রিয় মন্দির এর পর একটু উত্তর দিকে এগিয়ে গেলে হাতের বাম সাইডে ১০ তলা লাল বিল্ডিং ঢাকা পিটিআই ।
বিশেষ দ্রষ্টব্য:  রিকশাওয়ালা / CNG ওয়ালাকে বলতে হবে মিরপুর 13 নম্বর , কেন্দ্রীয় মন্দির ও পুলিশ কনভেনশন হল এর একটু উত্তর দিকে শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  ঢাকা পিটিআই তে যাব। মিরপুর 10 নম্বর গোলচক্কর থেকে রিকশা ভাড়া ৩০/৪০ টাকা।
## গাবতলী থেকে ইতিহাস বাসে  আসলে বলতে হবে নামবো এক নম্বর বিল্ডিং। এক নম্বর বিল্ডিং টা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক কমপ্লেক্স ভবন এবং পুলিশ কনভেনশন হল এর দক্ষিণ দিকে।  অর্থাৎ গাবতলী থেকে এক নাম্বার বিল্ডিং এ নামার কথা বললে যেখানে নামাবে ওখান থেকে  একটু উত্তর দিকে ঢাকা পিটিআই।