মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে নবনির্মিত ঢাকা পিটিআই শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে এই প্রতিষ্ঠান ২০২২ সালের এপ্রিল পর্যন্ত ঢাকা জেলার প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে বাস্তবায়ন করছে এবং তাদের একাডেমিক শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণে অবদান রেখে চলেছে। শিশুর সমৃদ্ধ ভবিষ্যৎ আর স্বনির্ভর বাংলাদেশ গড়ার পুর্ব শর্তই হচ্ছে শিশুর জন্য মৌলিক শিক্ষার দক্ষতা অর্জন। যার ভিত্তি শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা লাভের মাধ্যমে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাঁদের মেধা ও অধিকতর দক্ষতা বিকাশ লাভের জন্য প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট গুলোতে দেড় বছর (১৮ মাস) মেয়াদী ডিপিএড কোর্সের মাধ্যমে তা অর্জন করে। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী করার লক্ষ্যে নতুন আরও ১২টি পিটিআই স্থাপন করেন যা একটি সুদূর প্রসারী ও সরকার বাহাদুরের সৃষ্টিশীল চিন্তার প্রতিফলন।
শিক্ষক শিক্ষায় শুরু বহুকাল আগে হলেও রাজধানী ঢাকায় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণালয় স্থাপিত হয় ২০১৮ সালে। প্রাথমিক শিক্ষার শিক্ষক প্রশিক্ষণের ইতিহাস যোগ হলো নতুন মাইল ফলক। গত ০৬ নভেম্বর ২০১৮ সালে উদ্বোধন হলো দেশের সর্বশেষ এবং সর্ববৃহৎ অট্টালিকায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকা যা ৬৭ তম পিটিআই হিসেবে সাক্ষী হয়ে রইল, আর ২০২ জন প্রশিক্ষণার্থী (প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) নিয়ে ২০১৯ সালে ১লা জানুয়ারি প্রথম ডিপিএড কোর্সের যাত্রা শুরু করেছিল । ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম শিফটে ১৩৭ জন শিক্ষার্থী ও ২য় শিফটে ১২৩ জন শিক্ষার্থী প্রশিক্ষণরত ছিল । বর্তমানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১৩৯ জন শিক্ষার্থী প্রশিক্ষণরত আছে। ঢাকা পিটিআই এর আওতায় ১৭টি ইউআরসি মনিটরিং এর মাধ্যম প্রাথমিক শিক্ষায় দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে । নেপ কর্তৃক বার্ষিক কর্মসূচীর আওতায় প্রতিটি কার্যক্রমে ঢাকা পিটিআই যথেষ্ট আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্দি করে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের নিমিত্তে ঢাকা পিটিআই, ঢাকা এর কর্মকর্তাগণ প্রতি মাসে ঢাকা জেলার বিভিন্ন বিদ্যালয় এবং উপজেলা রিসোর্স সেন্টার পরিদর্শন কার্যক্রম অব্যাহত রেখেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস